মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার জন্য চীনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন, তারা বেইজিংয়ের সঙ্গে কোনো বাণিজ্যিক ঐক্য গড়তে যাচ্ছে না বরং নিজেদের বাণিজ্য বৈচিত্র্য আনতে ও চীনের ওপর নির্ভরতা কমাতে কাজ করবে।
তিনি স্কাই নিউজকে বলেন, ‘বিশ্বে যে প্রতিযোগিতা চলছে, তার মধ্যে চীনের সঙ্গে হাত মিলিয়ে আমরা এগোচ্ছি না। আমরা যা করছি, তা হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ রক্ষা এবং বৈশ্বিকভাবে বাণিজ্য সম্প্রসারণ।’
অস্ট্রেলিয়ার পত্রিকা দ্য এজ-এ প্রকাশিত একটি মতামত কলামে চীনের রাষ্ট্রদূত শিয়াও চিয়েন আহ্বান জানান, ‘নতুন পরিস্থিতিতে চীন অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়, যাতে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা পায়।’
তবে অস্ট্রেলিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা চীনের এই প্রস্তাবে সাড়া দেবে না এবং বরং ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক আকস্মিক ঘোষণায় জানিয়েছেন, বিশ্বের বেশিরভাগ দেশের ওপর আরোপিত শুল্ক সাময়িকভাবে কমানো হলেও চীনের ওপর শুল্ক ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে যে, বৈশ্বিক বাণিজ্যে এই অনিশ্চয়তা ব্যবসায়িক বিনিয়োগ এবং সাধারণ ভোক্তাদের খরচের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের নতুন ‘পাল্টা শুল্ক’ নীতির আওতায় অস্ট্রেলিয়ার রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে, যা অন্য অনেক দেশের তুলনায় তুলনামূলকভাবে কম।
তবে শুল্ক আরোপের সিদ্ধান্তকে ‘যুক্তিহীন’ বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দীর্ঘদিনের নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক থাকা সত্ত্বেও এই শুল্ক আরোপের কোনো ভিত্তি নেই। তবুও আমরা পাল্টা শুল্ক দেব না।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর। ইতোমধ্যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :