ইসরায়েলি বাহিনীর হাতে আহত ফিলিস্তিনিদের সাময়িকভাবে আশ্রয় দিতে আগ্রহী ইন্দোনেশিয়া। বুধবার (৯ এপ্রিল) মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
মধ্যপ্রাচ্য এই সফরে তুরস্ক, কাতার, জর্ডান, মিসর ও সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে আহতদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। আহত, মানসিকভাবে বিপর্যস্ত এবং অনাথদের অস্থায়ীভাবে ইন্দোনেশিয়ায় এনে চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। প্রথম পর্যায়ে গাজার প্রায় ১ হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়া হতে পারে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনি প্রতিনিধি ও অন্যান্য পক্ষগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি, যেন আহত ফিলিস্তিনিদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা যায়।
প্রেসিডেন্ট আরও জানান, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত আহতরা ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে থাকতে পারবেন। গাজার পরিস্থিতি তাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ হলে তারা ফিরবেন।
সুবিয়ান্তো বলেন, এই সংঘাতের সমাধানে ইন্দোনেশিয়া আরো ভূমিকা রাখতে চায়। তবে এটি সহজ নয়। ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং তাদের স্বাধীনতাকে সমর্থনের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার প্রতিশ্রুতি সরকারকে আরো সক্রিয়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করছে।
আপনার মতামত লিখুন :