বিয়ের বাকি মাত্র দুই সপ্তাহ। মেয়ের গয়না কিনতে হবু জামাইকে সঙ্গে নিয়ে যান মা। সেখান থেকেই হবু স্ত্রীর মাকে নিয়ে চম্পট দেন যুবক। পরিবারের অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। জানা গেছে, আগামী ১৬ এপ্রিল রাহুলের সঙ্গে বিয়ে হওয়ার কথা রয়েছে আলিগড়ের শিবানীর।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ওই যুগলের হদিস মিলেছে উত্তরাখণ্ডে। পালিয়ে যাওয়ার পরে অনিতা নামে ওই নারী এবং হবু জামাই রাহুল বেশ কিছু রিলস ভিডিও তৈরি করেছেন। সেই রিলসের সূত্র ধরেই তাদের খোঁজ পেয়েছে পুলিশ। এখন পর্যন্ত নজরদারিতেই রয়েছেন তারা। পুলিশ আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
পরিবার বলছে, গত ৬ এপ্রিল মেয়ের জন্য নির্বাচিত পাত্র রাহুলের সঙ্গে পালিয়ে যান অনিতা। তার পরে বাড়ির লোকজন দেখেন, প্রায় সাড়ে সাত লাখ টাকার গয়না ও নগদ টাকা নিয়ে উধাও হয়েছেন তারা।
শিবানী অভিযোগ করেন, আগের কয়েক দিন ধরে রাহুলের সঙ্গে অনিতার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছিল। ‘রাহুলের সঙ্গে দিনের বেশির ভাগ সময় কথা বলত মা।’
পুলিশ জানিয়েছে, রাহুলের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে অনিতার বাড়িতে একটি হলুদ খাম এসেছিল। তাতে কী রয়েছে, তা এখন খোঁজার চেষ্টা করছে পুলিশ। শিবানীর বাবা জিতেন্দ্র কুমার বেঙ্গালুরুতে থাকেন। তিনি এই খবর শুনে আলিগড়ে ফিরে আসেন। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জিতেন্দ্র জানান, গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা রাহুলের সঙ্গে কথা বলতেন অনিতা। বারণ করলেও শুনতেন না। অনিতার সঙ্গে পালিয়ে যাওয়ার পরে তাকে ঠাট্টা করে বার্তা দিয়েছিলেন রাহুল। তাতে লিখেছিলেন, ‘তোমার কাছে ও (অনিতা) ২০ বছর ছিল। এখন আমার সুযোগ।’ এরপরেই অনিতা ও রাহুলের বেশ কিছু রিলস প্রকাশ্যে আসে।
সার্কেল অফিসার মহেশ কুমার জানান, ওই যুগল উত্তরাখণ্ডে রয়েছে বলে খবর মিলেছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।