দীর্ঘ আলোচনা ও অনিশ্চয়তার পর অবশেষে ইউক্রেন বড় ধরনের সামরিক সহায়তা পাচ্ছে। ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের প্রস্তুতি চলছে, আর এরই প্রেক্ষাপটে যুক্তরাজ্য কিয়েভকে অতিরিক্ত ৪৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানো এবং তাকে ইউক্রেনে আগ্রাসন বন্ধে বাধ্য করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘রুশ আগ্রাসন রুখতে আমাদের আরও সক্রিয় হতে হবে এবং ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেই তা সম্ভব।’
নতুন সহায়তা প্যাকেজে যুক্তরাজ্য ইউক্রেনকে হাজার হাজার ড্রোন, অ্যান্টি-ট্যাংক মাইন এবং সামরিক যান মেরামতের জন্য অর্থ সহায়তা দিচ্ছে। এর মধ্যে প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য সরাসরি দেবে এবং বাকি অর্থ আসবে নরওয়ের মাধ্যমে, ‘ইন্টারন্যাশনাল ফান্ড ফর ইউক্রেন’ এর অধীনে।
এই প্যাকেজে ১৬০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে পূর্বে সরবরাহ করা সামরিক যান ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য।
আপনার মতামত লিখুন :