বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৩:৩৩ পিএম

গোসলের পানি নিয়ে বিরক্ত হয়ে নতুন নির্বাহী আদেশ ট্রাম্পের!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৩:৩৩ পিএম

গোসলের পানি নিয়ে বিরক্ত হয়ে নতুন নির্বাহী আদেশ ট্রাম্পের!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: স্কাই নিউজ

অদ্ভুত সব ঘটনা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন একে অন্যের পরিপূরক। এবার নতুন করে আলোচনায় তিনি।

গোসলের সময় বাথরুমে পানি ধীরে আসে! পানির এই কম চাপে খুবই বিরক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই নতুন নির্বাহী আদেশে আগের বিধিনিষেধ বাদ দিয়ে পানির চাপ বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ এপ্রিল) এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় পানি সংরক্ষণ ও পরিবেশগত কারণে বাথরুমে পানির চাপ কম রাখার বিধিনিষেধ ছিল যুক্তরাষ্ট্রে।  প্রথমবার ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এসব বাধ্যবাধকতা তুলে দিয়ে পানির গতি বাড়ান।

তবে পরবর্তীতে জো বাইডেন এসে আবারও ওবামার নীতি ফিরিয়ে আনেন। পানির এই কম চাপ নিয়ে বিরক্ত ছিলেন ট্রাম্প।

পানির এ বাধ্যবাধকতার বিষয়ে ট্রাম্প ১৯৯২ সালের ফেডারেল এনার্জি আইনের ফিরে যাওয়ার কথা জানান। তখন পানির চাপ নিয়ে একটা মানদণ্ড ঠিক করা হয়। যেখানে বলা হয় পানির চাপ প্রতি মিনিটে ২ দশমিক ৫ গ্যালনের (৯ দশমিক ৫ লিটার) বেশি হবে না।

সময়ের প্রেক্ষিতে বাথরুমে স্প্রে এসেছে, অনেক নোজেল সম্বলিত শাওয়ার হেড এসেছে। পানি সংরক্ষণ ইস্যুকে সামনে রেখে ২০১৩ সালে ওবামা প্রশাসন জানায়, বহু নোজেলের শাওয়ার হেড হোক বা স্প্রে হোক, মিনিটে ২ দশমিক ৫ গ্যালনের বেশি পানি যাওয়া চলবে না।

ওই বিধি নিষেধ তুলে দিয়েছেন ট্রাম্প। এখন প্রতিটি নোজেল থেকে প্রতি মিনিটে ২ দশমিক ৫ গ্যালন পানি বের হবে। যদি শাওয়ার হেডে চারটি নোজেল থাকে তবে মিনিটে ১০ গ্যালন পানি আসবে।

এ প্রসঙ্গে ডেমোক্রেট প্রেসিডেন্টদের নেওয়া উদ্যোগের সমালোচনা করে হোয়াইট হাউসের তথ্যপত্রে বলা হয়, ‘অতিরিক্ত নিয়মকানুন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে অবরুদ্ধ করে এবং ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুন্ন করে।’

নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, ‘আমি ভালোভাবে শাওয়ার নিতে পছন্দ করি। আমার সুন্দর চুলের যত্ন নিতে পছন্দ করি।’

তিনি আরও বলেন, ‘চুল ভেজার জন্য ১৫ মিনিট অপেক্ষা করতে হয়। পানি আসে টিপ, টিপ, টিপ করে। এটা হাস্যকর।’

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প বরাবরই খামখেয়ালি আচরণ ও হুটহাট সিদ্ধান্ত গ্রহণের কারণে আলোচিত এবং সমালোচিত। সম্প্রতি বিশ্বজুড়ে অস্বাভাবিক হারে শুল্ক চাপিয়ে নতুন করে সমালোচনার ঝড় তোলেন তিনি।  

আরবি/এসএম

Link copied!