সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে ছাড়াই উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
জনসম্মুখে ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে নিজের উপস্থিতি কমিয়ে দেওয়ার পরই ওবামার সঙ্গে মিশেলের বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে আলোচনা ওঠে।
মার্কিন অভিনেত্রী সোফিয়া বুশের পডকাস্ট ওয়ার্ক ইন প্রোগ্রেসে অংশ নিয়ে এসব বিষয়ে বিস্তারিত কথা বলেছেন মিশেল ওবামা।
শুক্রবার (১১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি ওঠে আসে। মিশেল ওবামা বলেন, তিনি এখন একজন প্রাপ্তবয়স্ক নারী। তিনি নিজের কল্যাণের দিকে মনোযোগ দিচ্ছেন এবং জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন।
বারাক ওবামার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন মিশেল ওবামা। পডকাস্টে কথা বলার সময় মিশেল তার স্বামী বারাক ওবামার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের বিষয়ে বলেন, লোকেরা বিশ্বাস করতে পারছিল না যে তিনি নিজে থেকে নানা সিদ্ধান্ত নিচ্ছেন, বরং লোকেরা ধরে নিয়েছে আমার স্বামী এবং আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।
কিছু কর্তব্য থেকে সরে আসার জন্য তিনি কিছুটা অপরাধবোধ অনুভব করছেন বলে মিশেল ওবামা জানান। তিনি বলেন, ‘আমি মনে করি নারী হিসেবে আমরা হতাশাগ্রস্ত মানুষের মতো লড়াই করছি।
আমি বলতে চাইছি, এই বছর মানুষ বুঝতেও পারেনি যে আমি আমার নিজের পছন্দে এমন সিদ্ধান্ত নিচ্ছি। তাদের ধরে নিতেই হয়েছিল যে, আমার স্বামী এবং আমি বিবাহবিচ্ছেদ করছি।’
মিশেল বলেন, ‘এটা হতে পারে না যে একজন প্রাপ্তবয়স্ক নারী নিজের পছন্দে কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, তাই না? কিন্তু সমাজ আমাদের সঙ্গে এটাই করে।
বড় বড় অনুষ্ঠান থেকে দূরে থাকার বিষয়ে মিশেল ওবামা নিজের যত্ন নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, আমার নিজস্ব ক্যালেন্ডারের দিকে তাকাতে হয়। যেটা এ বছরই আমি তৈরি করেছি।
তিনি বলেন, ‘যা সবচেয়ে ভালো আমি তাই করতে চেয়েছি। আমার যা করার ছিল তা নয়।’
ওয়ার্ক ইন প্রোগ্রেস পডকাস্টে মিশেল ওবামা বলেন, ‘বছর কয়েক আগেই আমার এমন অনেক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু আমি নিজেকে সেই স্বাধীনতা দিতে পারিনি।
আমি আমার সন্তানদের নিজেদের মতো জীবনযাপন করতে দিয়েছি। তারপরও হয়তো আমি কেন কিছু করতে পারছি না, সেটার অজুহাত হিসেবে তাদের জীবনের কথা বলেছি।’
নিজের জন্য আরো বেশি সময় বের করা সত্ত্বেও সাবেক ফার্স্ট লেডি বলেছেন, তিনি এখনও বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন প্রকল্পে নিযুক্ত রয়েছেন এবং মেয়েদের শিক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ৩২ বছর ধরে বিবাহিত জীবন পার করছেন ওবামা দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। যারা এখন প্রাপ্ত বয়স্ক।