প্রেমের সম্পর্কে ভাঙনের পর অভিনব কায়দায় প্রতিশোধ নিয়েছেন পশ্চিমবঙ্গের এক যুবক। সাবেক প্রেমিকার ঠিকানায় একের পর এক ৩০০টি ক্যাশ অন ডেলিভারি (সিওডি) পার্সেল পাঠিয়ে তাকে চরম অস্বস্তিতে ফেলেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে।
ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে জানানো হয়, ২৫ বছর বয়সী ওই যুবকের নাম সুমন শিকদার। তিনি নদিয়া জেলার বাসিন্দা। তার প্রেম ছিল কলকাতার লেক টাউনের এক ব্যাংককর্মীর সঙ্গে। প্রেমে বিচ্ছেদের পর, গত নভেম্বর থেকে তিনি অনলাইন বিপণি অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে প্রায় ৩০০টি সিওডি পার্সেল পাঠাতে থাকেন প্রেমিকার ঠিকানায়।
এই পার্সেলগুলোতে ছিল দামি ইলেকট্রনিক সামগ্রী, পোশাকসহ নানা অনাকাঙ্ক্ষিত পণ্য। প্রতিটি পণ্যের জন্যই প্রেমিকাকে গুনতে হচ্ছিল নগদ অর্থ, যা তাকে একপ্রকার বিপাকে ফেলে দেয়।
টানা এত পার্সেল আসতে থাকায় ওই তরুণীর অ্যামাজন ও ফ্লিপকার্ট অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যায়। অতিষ্ঠ হয়ে অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এসব অনলাইন অর্ডারের পেছনে রয়েছেন তার সাবেক প্রেমিক সুমন শিকদার। পরে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন, তিনি ইচ্ছাকৃতভাবেই এই পার্সেলগুলো পাঠিয়েছেন। পুলিশের কাছে তিনি বলেন, তার সাবেক প্রেমিকা ছিলেন অনলাইন শপিংয়ের ভীষণ আগ্রহী। প্রায়ই দামি উপহারের আবদার করতেন, যা তার পক্ষে সম্ভব ছিল না। এ থেকেই তার মধ্যে মানসিক চাপ তৈরি হয় এবং একপর্যায়ে তাদের সম্পর্কে ফাটল ধরে।
বিচ্ছেদের পর সেখান থেকেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন সুমন।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এটি সাইবার হেনস্তার এক নতুন দৃষ্টান্ত, যা অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা ও ব্যবহারকারীর অধিকার নিয়ে নতুন করে ভাবার অবকাশ তৈরি করেছে।
আপনার মতামত লিখুন :