মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরো জোরদার করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের সঙ্গে যোগ দিতে ইউএসএস কার্ল ভিনসন নামের আরেকটি বিমানবাহী রণতরী অঞ্চলটিতে পৌঁছেছে।
সেন্টকম বৃহস্পতিবার (১০ এপ্রিল) একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় যুদ্ধবিমানগুলো রণতরীর ডেকে ক্ষেপণাস্ত্র বোঝাই করে টেকঅফ করছে। এই সামরিক তৎপরতা এমন এক সময়ে ঘটল, যখন ইয়েমেনি বাহিনীর উপর যুক্তরাষ্ট্রের তীব্র বিমান হামলা চলছে।
জানা গেছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ২০০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে, যাতে বহু ইয়েমেনি নিহত হয়েছে।
এদিকে গাজায় চলমান দীর্ঘমেয়াদী ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনভিত্তিক আনসারুল্লাহ গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের উপর নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। গাজা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে; ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০,০০০-এরও বেশি মানুষ।
বিশ্লেষকরা বলছেন, এই সামরিক গতিবিধি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে।