গত ১০ বছরের সারা বিশ্বে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ২০২৪ সালে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট বলছে, এ মৃত্যুদণ্ডের ৯০ ভাগই হয়েছে ইরান, সৌদি আরব ও ইরাকে।
খবর ডয়চে ভেলের তথ্যমতে, ২০২৪-এ সারা পৃথিবীর মৃত্যুদণ্ডের সবার প্রথমে রয়েছে ইরান। দেশটি ২০২৪-এ মোট ৯৭২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া ২০২৩-এ দেয়া হয়েছিল ৮৫৩ জনকে।
অন্যদিকে ২০২৪ সালে সৌদি আরব ৩৪৫ জনের মৃত্যুদণ্ড হয়েছে। এর আগে ২০২৩-এর তুলনায় যা দ্বিগুণ। এদিক দিয়ে ইরাক মৃত্যুদণ্ডের সংখ্যায় কম। দেশটি ২০২৪ সালে ৬৩টি জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
তবে অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী মৃত্যুদণ্ড দেয়ার শীর্ষে রয়েছে চীন। যে পরিমাণ তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে ২০২৪-এ চীনে মৃত্যুদণ্ড হাজার ছাড়িয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়া এবং ভিয়েতনামেও মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে বলে মনে করেছে ওই সংস্থা।