ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান কানাডার প্রধানমন্ত্রীর

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ১১:১০ পিএম
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রীতি গাজায় চলমান যুদ্ধ নিয়ে মন্তব্য করায় বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহু অভিযোগ করেন, কার্নি ইসরায়েলের পাশে দাঁড়ানোর বদলে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন।

এ সময় কার্নিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেওয়ার পাশাপাশি ওই মন্তব্য থেকে সরে আসার আহ্বানও জানান তিনি।

নির্বাচনী এক সমাবেশে কার্নিকে এক বিক্ষোভকারী উচ্চস্বরে বলেন, মিঃ কার্নি, ফিলিস্তিনে গণহত্যা চলছে। জবাবে কার্নি বলেন, ‘ধন্যবাদ... আমি জানি। এই কারণেই আমাদের অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে।’  

এ বিষয়ে কার্নি জানান, তিনি বক্তব্যের পুরোটা শোনেননি, বরং গাজার প্রসঙ্গ শুনেই দ্রুত উত্তর দেন।

তিনি বলেন,  নুষ যখন একসাথে চিৎকার করে, তখন সব কিছু স্পষ্ট বোঝা যায় না। আমি শুধু ‘গাজা’ শব্দটি শুনেছি এবং বুঝাতে চেয়েছি সেখানে আমার অবস্থান কী।

২০২৪ সালের মার্চে কানাডা ঘোষণা দেয়, ইসরায়েলে ভবিষ্যতের সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধ করা হবে।  এই সিদ্ধান্ত ছিল পার্লামেন্টে পাশ হওয়া একটি বৃহত্তর প্রস্তাবের অংশ। যেখানে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এর আগেও ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডা প্রায় ৩০টি অস্ত্র রপ্তানির অনুমোদন স্থগিত করেছিল।