রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

যে কারণে লন্ডন ছেড়ে চলে যাচ্ছেন ধনীরা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৩:৩৫ পিএম

যে কারণে লন্ডন ছেড়ে চলে যাচ্ছেন ধনীরা

প্রতীকী ছবি

ইংল্যান্ডের রাজধানী লন্ডন বিশ্বের অন্যতম ধনীদের শহর হিসেবে পরিচিত। অথচ এই শহর থেকেই ২০২৪ সালে রেকর্ডসংখ্যক মিলিয়নিয়ার চলে গেছেন।

হেনলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে ১১ হাজার ৩০০-এর বেশি ধনী ব্যক্তি লন্ডন ছেড়ে গেছেন—যা শহরটির জন্য একটি উদ্বেগজনক সঙ্কেত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য টাইমস জানিয়েছে, লন্ডন ছেড়ে যাওয়ার এই ধারা কয়েক বছর ধরেই চললেও এবার তা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিজ-২০২৪’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, মিলিয়নিয়ার হারানো শহরের তালিকায় শীর্ষে রয়েছে লন্ডন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে মস্কো, যেখানে ১০ হাজার ধনী ব্যক্তি স্থানান্তরিত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল থেকেই লন্ডনে ধনীদের সংখ্যা কমার প্রবণতা রয়েছে। গত এক দশকে শহরটি হারিয়েছে প্রায় ১২ শতাংশ মিলিয়নিয়ার। এই ধারা অব্যাহত থাকায় লন্ডন প্রথমবারের মতো ‘শীর্ষ পাঁচ ধনী শহরের তালিকা’ থেকেও বাদ পড়েছে। সেখানে স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।

লন্ডন ছেড়ে যাওয়া ধনীদের অনেকে এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে নতুনভাবে বসতি গড়ছেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

বিশ্লেষকরা বলছেন, ক্রমাগত কর বৃদ্ধি,২০০৮ সালের আর্থিক সংকটের পর থেকে পূর্ণ পুনরুদ্ধার না হওয়া অর্থনীতি ও ব্রেক্সিটই লন্ডন থেকে ধনীদের এই স্থানান্তরের মূল কারণ।

তবে এখনো লন্ডনে মিলিয়নিয়ারের সংখ্যা একেবারে কমে যায়নি। বর্তমানে শহরটিতে ২ লাখ ১৫ হাজার ৭০০ জন মিলিয়নিয়ার বসবাস করছেন, যদিও এক বছর আগে এই সংখ্যা ছিল ২ লাখ ২৭ হাজার।

শহরটি এখনো ধনীদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।
 

আরবি/এসএম

Link copied!