রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশিসহ ১৪৮ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় আটক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১০:০২ পিএম

বাংলাদেশিসহ ১৪৮ অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় আটক

ছবি : সংগৃহীত

বাংলাদেশিসহ ১৪৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাতে দুটি পৃথক অভিযানে মোট ১৪৮ জন অভিবাসীকে আটক করা হয়। দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।

শনিবার (১২ এপ্রিল) জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিরা বৈধ ভ্রমণ নথি ও ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন। তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ কেউ তাদের পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট দেখাতে পারেননি। তারা দাবি করেন যে নথিগুলি তাদের নিয়োগকর্তাদের কাছে রয়েছে।

জানা গেছে এদিন তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি বিদেশি শ্রমিক বসতিতে অভিযান চালানো হয়। অভিযানে আটক হন মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। এছাড়া আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এদিকে অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশি কর্মীর ধাক্কায় ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এক ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য জোহরের সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) পাঠানো হয়েছে।

আরবি/এসএমএ

Link copied!