এশিয়ার তিনটি দেশে একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে জনজীবন। তাজিকিস্তান, মিয়ানমার ও পাকিস্তানে পরপর ভূকম্পন অনুভূত হলেও এখনো কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাজিকিস্তানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
রোববার (১৩ এপ্রিল) সকালেই মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে আঘাত হানে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইএমএসসি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
মিয়ানমারে ৫.৫ মাত্রার কম্পন
এ ছাড়া মধ্য মিয়ানমারের মেইকটিলা শহরের কাছে একই দিন সকালে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এ কম্পনের গভীরতা ছিল তুলনামূলকভাবে কম, তবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানেও অনুভূত মাঝারি ভূমিকম্প
শনিবার (১২ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও উত্তরাঞ্চলীয় পাঞ্জাবে ৫.৫ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, দুপুর ১২টা ১৩ মিনিটে রাওয়ালপিন্ডির ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি হয়, যার গভীরতা ছিল ১২ কিলোমিটার।
এ ভূমিকম্পেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে সাময়িক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
সতর্কতা ও নজরদারি চলছে
তিনটি ভূমিকম্পই ছিল অপেক্ষাকৃত কম গভীরতায়, ফলে ভূকম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত কোনো দেশ বড় ধরনের ক্ষতির তথ্য দেয়নি, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো স্থানীয় জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :