রাশিয়ান বাহিনী ইউক্রেন পরিচালিত একটি মার্কিন-নকশার (F-16) যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
এ বিষয়ে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত গ্রীষ্মে কিয়েভের পশ্চিমা সমর্থকরা ইউক্রেনে চতুর্থ প্রজন্মের বিমান সরবরাহ শুরু করার পর থেকে এটিই প্রথমবারের মতো এফ-১৬ ধ্বংসের ঘটনা।
রোববার (১৩ এপ্রিল) মন্ত্রণালয়ের এক দৈনিক ব্রিফিংয়ে বিস্তারিত কিছু না জানিয়ে বলা হয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি এফ-১৬ গুলি করে ভূপাতিত করেছে।
এর আগে শনিবার (১২ এপ্রিল) ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের একটি এফ-১৬ যুদ্ধবিমানের ক্ষতির কথা জানায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের জন্য একটি আন্তঃবিভাগীয় কমিশনও গঠন করা হয়েছে।
ভ্লাদিমির জেলেনস্কি পরে নিশ্চিত করেন, যুদ্ধ অভিযানের সময় ইউক্রেনীয় পাইলট পাভেল ইভানভ নিহত হয়েছেন।
এটি ইউক্রেনের নিশ্চিত করা দ্বিতীয় এফ-১৬ বিমানের ক্ষতির ঘটনা। গত আগস্টে প্রথমটি ধ্বংস হয়ে যায় এবং এর পাইলট নিহত হন। তবে এই ঘটনার তদন্তের ফলাফল কখনো জনসাধারণের কাছে ঘোষণা করা হয়নি।
আপনার মতামত লিখুন :