ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

চীনা ইলেকট্রনিক পণ্যের ওপর আমেরিকার শুল্ক অব্যাহত থাকবে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা ইলেকট্রনিক পণ্যের ওপর আর কোনো ছাড় দেয়া হবে না। তিনি স্পষ্ট করেছেন যে, স্মার্টফোন, ল্যাপটপসহ অন্যান্য পণ্য আগের মতোই ২০ ভাগ শুল্কের আওতায় থাকবে এবং এগুলোকে নতুনভাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। 

এ ছাড়া, আগামী এক-দুই মাসের মধ্যে সেমিকন্ডাক্টর পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। 

এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন চীনের ওপর চাপ বজায় রাখতে চায় এবং দেশটির ওপর নির্ভরশীলতা কমাতে চায়। তবে, এই ঘোষণার পর মার্কিন শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

টেক স্টকগুলো যেমন অ্যাপল ও এনভিডিয়া প্রাথমিকভাবে উত্থান দেখালেও, অনিশ্চয়তা ফিরে এসেছে। বিলিয়নিয়ার বিনিয়োগকারী রে ডালিও সতর্ক করেছেন যে, এই নীতি যুক্তরাষ্ট্রকে মন্দার চেয়েও খারাপ পরিস্থিতিতে ফেলতে পারে।

এদিকে, ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এবং টেসলার সিইও ইলন মাস্কের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। মাস্ক নাভারোর শুল্ক প্রস্তাব নিয়ে জনসমক্ষে সমালোচনা করেছেন।

এই পরিস্থিতি মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে বিশাল অনিশ্চয়তা সৃষ্টি করেছে। হোয়াইট হাউসের নীতি পরিবর্তনের কারণে সরবরাহ চেইন, ইনভেন্টরি ও চাহিদা পরিকল্পনায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।