তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আন্তালিয়া ডিপ্লোমেটিক ফোরামে অংশ নিয়ে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম।
ফোরামে বাংলাদেশ-তুরস্ক বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন তারা। মাহফুজ আলম বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, উভয় দেশের সম্পর্কে নতুন নতুন সম্ভাবনা আছে। বাংলাদেশের সরকার সেসব সম্ভাবনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অন্য বিষয়গুলোর পাশাপাশি তুরস্কের বিনিয়োগ ও সহযোগিতা দ্রুতগতির হবে। ঢাকা ও আঙ্কারার মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধির আগ্রহকে বিবেচনায় নেয়া হয়েছে।
মিয়ানমারে নির্যাতিত হয়ে যেসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছেন তাদের অবস্থা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সামিটে অন্য দেশগুলোর সঙ্গে মুসলিম দেশগুলো আলোচনা করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, শরণার্থীদের বিষয়ে সেমিনার হবে এবং তা থেকে ভবিষ্যৎ নির্দেশনা বেরিয়ে আসবে। তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আমরা এসব নিয়ে আলোচনা করব।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের জনগণের একের প্রতি অন্যের অতি আন্তরিক অনুভূতি রয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আঙ্কারার সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী। দুই দেশের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে কাজ করছে সরকার।
পাশাপাশি বৈচিত্র্যের ক্ষেত্রগুলোতে সহযোগিতা ও তা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ আছে। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, শরণার্থীদের ফেরত পাঠানোয় আঙ্কারার সঙ্গে যোগাযোগ রাখবে ঢাকা।
উল্লেখ্য, ‘খণ্ডিত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে তুরস্কের আন্তালিয়া শহরে শুক্রবার শুরু হয়েছে আন্তালিয়া ডিপ্লোমেটিক ফোরাম।
আপনার মতামত লিখুন :