ভারতে ব্যাংক জালিয়াতির মামলায় পলাতক জুয়েলারি ব্যবসায়ী মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে বেলজিয়াম প্রশাসন।
সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের বৃহত্তম ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার বিবরণ প্রকাশের সাত বছর পর গ্রেপ্তার হলো মেহুল চোকসি। ভারত সরকার গ্রেপ্তারের আগে চোকসিকে হস্তান্তরের জন্য একটি অনুরোধ পাঠিয়েছিল।
সম্পদের ভিত্তিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র-চালিত ঋণদাতা প্রতিষ্ঠান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি)। ২০১৮ সালে মুম্বাইয়ের একক একটি শাখায় ১.৮ বিলিয়ন ডলার মূল্যের জালিয়াতি আবিষ্কার করে ব্যাংক কর্তৃপক্ষ।
ভারতের ফেডারেল তদন্তকারী সংস্থার কাছে বিলিয়নেয়ার জুয়েলার্স নীরভ মোদী এবং চোকসি, তার চাচা এবং গীতাঞ্জলি জেমসের ব্যবস্থাপনা পরিচালকসহ বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছিল ব্যাংকটি।
অভিযোগে বলা হয়, তারা পিএনবির সঙ্গে প্রতারণা করেছে। পিএনবির জন্য এটি বিশাল ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছিল।
তবে,অভিযুক্তরা অন্যায়ের কথা অস্বীকার করেন। ২০১৮ সালে একটি চিঠিতে চোকসি দাবি করেন, ‘তদন্ত সংস্থাগুলো ন্যায়বিচারের পথে হস্তক্ষেপ করছে।’
চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল সোমবার (১৪ এপ্রিল) বলেছেন, অসুস্থতা এবং ক্যান্সারের চলমান চিকিৎসা উল্লেখ করে তার মুক্তির জন্য একটি আপিল দায়ের করা হবে।
তবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেননি আগরওয়াল।
এই মামলায় অভিযুক্ত নীরব মোদি তার ভূমিকার বিবরণ প্রকাশের আগেই ২০১৮ সালে ভারত থেকে পালিয়ে যান এবং ২০১৯ সালে ব্রিটেনে গ্রেপ্তার হন।
মুম্বাইয়ের হীরা ব্যবসায়ীরা বলেছেন, চোকসির আশ্রয় নেওয়ার জন্য এন্টওয়ার্প একটি আদর্শ জায়গা, কারণ তিনি সেখানকার লোকজনকে চেনেন এবং ব্যবসায় জড়িতদের সঙ্গে যুক্ত থাকেন।
আপনার মতামত লিখুন :