ট্রাম্পের শুল্ক ছাড়ের পর ঊর্ধ্বমুখী রূপ দেখা গেল এশিয়ার বাজারে। মার্কিন সরকার চীন থেকে আমদানিকৃত স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্সের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের পর সোমবার (১৪ এপ্রিল) এশিয়ান প্রযুক্তি সংস্থাগুলোর শেয়ারের দাম বেড়েছে।
গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহেই সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক আরোপ করা হবে। সেই সঙ্গে স্মার্টফোনের বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। ইলেকট্রনিক সামগ্রীতে শুল্কছাড়ের এই ঘোষণা সাময়িক।
সোমবার সকালে অ্যাপলের বৃহত্তম আইফোন অ্যাসেম্বলার ফক্সকনের শেয়ার বাণিজ্যে প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, ল্যাপটপ নির্মাতা কোয়ান্টা ৭ শতাংশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সার্ভার তৈরি কোম্পানি ইনভেনটেকের শেয়ার ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
একইসঙ্গে অ্যাপল সরবরাহকারী চীনের গোয়ের্টেক এবং লেন্স টেকের শেয়ার যথাক্রমে ৩ শতাংশ এবং ১.১ শতাংশ; ব্লু চিপসের শেয়ারে শূন্য দশমিক ৫ শতাংশ;
মার্কিন বাজারে দ্বিতীয় র্যাংকযুক্ত স্মার্টফোন বিক্রেতা দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার ২ শতাংশ; এমএসসিআইয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সূচক ১ দশমিক ৬ শতাংশ এবং জাপানের নিক্কেই এশিয়া সূচক ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ; নাসডাক ফিউচার্সের উত্থান হয়েছে ১ দশমিক ২ শতাংশ; ইউরোস্টক্স ফিউচার্সের উত্থান হয়েছে ২ দশমিক ৬ শতাংশ;
এফটিএসই ফিউচার্সের উত্থান হয়েছে ১ দশমিক ৮ শতাংশ; আর ডিএএক্স ফিউচার্সের উত্থান হয়েছে ২ দশমিক ২ শতাংশ।
এদিকে আজও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে ডলারের পতন অব্যাহত আছে। এর আগে গত সপ্তাহেও ডলারের পতন হয়েছে ৫ শতাংশ। আজ ইউরো, ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের দরপতন হয়েছে।
তবে এই অনিশ্চয়তার সময় বিনিয়োগের আরেক নিরাপদ মাধ্যম হিসেবে খ্যাত সোনার দাম বাড়ছে। সোমবার সকালে বিশ্ববাজারে সোনার দাম আবারও রেকর্ড গড়েছে। এই ধাতুর দাম আউন্সপ্রতি ৩ হাজার ২৪৫ ডলারে উঠে গেছে।
সূত্র: রয়টার্স ও ইকোনমিক টাইমস।
আপনার মতামত লিখুন :