ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৫:১৭ পিএম
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

ইয়েমেনি সশস্ত্র বাহিনী (YAF) ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন সামরিক অভিযান চালিয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাশাপাশি ড্রোন হামলা।  

রোববার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ কথা নিশ্চিত করেছেন।

জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি অধিকৃত অঞ্চলে কয়েকটি কৌশলগত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।  এই অভিযানে ব্যবহার করা হয় ‘ফিলিস্তিন-২’ নামে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। যা পূর্ব আশদোদ অঞ্চলের স্ডট মিচা বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়। একই সঙ্গে ‘জোলফাকার’ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে।  

জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, অধিকৃত আশকেলোন শহরের একটি কৌশলগত স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়, যা ধ্বংস হয়ে গেছে।

ব্রিগেডিয়ার সারি জানান, এই অভিযানের মাধ্যমে শত্রু ঘাঁটিগুলোতে মারাত্মক ক্ষতি হয়েছে এবং এটি ইয়েমেনি সামরিক সক্ষমতার একটি স্পষ্ট প্রদর্শন।  তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এবং হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।