ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিনীদের আরো একটি MQ-9 ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ।
জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, হাজ্জাহ প্রদেশের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোনকে দেশীয় প্রযুক্তি দিয়ে ভূপাতিত করা হয়েছ।
তিনি জানান, এটি গত দুই সপ্তাহে চতুর্থ এবং সামগ্রিকভাবে উনিশতম মার্কিন ড্রোন যা ইয়েমেনি বাহিনী ভূপাতিত করেছে।
আনসারুল্লাহ আন্দোলনের এই সামরিক মুখপাত্র বলেন, ‘ইয়েমেনের সামরিক সক্ষমতা এখনো অক্ষত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার আগ্রাসন শেষ পর্যন্ত ব্যর্থ করব আমরা।’
উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে ইয়েমেন ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি উন্মুক্ত সমর্থন জানিয়ে আসছে। সেই সময় গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ চালু করে। ইয়েমেনও এই প্রতিরোধের অংশ হিসেবে নিজ অবস্থান থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :