ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সাহিত্যে নোবেল বিজয়ী মারিও বার্গাস মারা গেছেন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৭:৩১ পিএম
সাহিত্যে নোবেল বিজয়ী মারিও বার্গাস ইয়োসা। ছবি : এপি

সাহিত্যে অসামান্য অবদান রাখায় নোবেল বিজয়ী মারিও বার্গাস ইয়োসা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার (১৩ এপ্রিল) পেরুর রাজধানীতে মারা যান তিনি।

নোবেলজয়ী এ সাহিত্যিকের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় একথা জানিয়েছে। খবর রয়টার্স।

এদিকে বার্গাস ইয়োসা মৃত্যুতে লাতিন আমেরিকার সাহিত্যের সোনালী প্রজন্মের যুগের সমাপ্তি ঘটল। তিনি ছিলেন এই যুগের সর্বশেষ জীবিত সদস্য।

নোবেলজয়ী এ সাহিত্যিকের জ্যেষ্ঠ পুত্র আলভারো এক বিবৃতিতে লিখেছেন, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের বাবা মারিও বার্গাস ইয়োসা আজ মৃত্যুবরণ করেছেন।’

এদিকে মৃত্যুর আগে মারিও বার্গাস ইয়োসার দেয়া নির্দেশনা অনুসারে, কোনো ধরনের গণ-অনুষ্ঠান হবে না বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার অন্তিম ইচ্ছা অনুযায়ী মরদেহ দাহ করা হবে।