নাইজেরিয়ার মালভূমি রাজ্যে প্রায় ৫০ জন নিহত হয়েছে। অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ এপ্রিল) রেড ক্রসের একটি সূত্র এএফপিকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মালভূমি রাজ্যের স্থানীয় সরকার এলাকা বাসার জিকে ও কিমাকপা গ্রামে স্থানীয় সময় রোববার রাতে এই হামলা হয়।
দুই সপ্তাহ আগে ওই রাজ্যের বোক্কোস এলাকায় সশস্ত্র ব্যক্তিরা একাধিক গ্রামে হামলা চালিয়ে ৪৮ জনকে হত্যা করেছিল।
নতুন এ হামলাস্থল রাজ্যের রাজধানী জস শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এএফপি বলছে, এই অঞ্চলে মুসলিম ফুলানি রাখাল ও খ্রিস্টান কৃষকদের মধ্যে জমি নিয়ে বিরোধ ও সহিংসতা চলে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কায়দা নেই।
রেড ক্রসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, নিশ্চিত করেই বলতে পারি, ৪৭ জন নিহত হয়েছে, ২২ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এবং পাঁচটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি। এছাড়া পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।