ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

১.৮ বিলিয়নে ‘গাজা দখল’ চায় ইইউ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:৫৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ভবিষ্যতে গাজা দখলে নেওয়ার ‘সক্ষমতা তৈরি’ করতে ফিলিস্তিন কর্তৃপক্ষকে ১.৮ বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই বিপুল অর্থ তথাকথিত সংস্কারের কাজে ব্যবহার করতে পারবে বলেও শর্ত ইউরোপের রাজনৈতিক জোটটির।

সোমবার (১৪ এপ্রিল) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ইইউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক কমিশনার ডুবরাভকা সুইকা।

তিনি বলেছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও খারাপ শাসনের অভিযোগ আছে। তাদের সংস্কারের জন্য ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহায়তা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। এই অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ১.৬ বিলিয়ন ইউরো (১.৮ বিলিয়ন ডলার)। আমরা চাই তারা নিজেদের সংস্কার করুক, কারণ তাদের যথেষ্ট ‘শক্তিশালী ও বিশ্বাসযোগ্য’ হওয়া জরুরী। শুধু আমাদের জন্যই নয়, ইসরায়েলের জন্যও যেন ‘ভালো’ মধ্যস্থতাকারী হতে পারে।

সুইকার এই মন্তব্য এদিন লুক্সেমবার্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রী ও ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে প্রথম ‘উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংলাপের’ আগে এসেছে।

ইইউ ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় দাতা। ইইউ কর্মকর্তারা আশা করছেন, পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষও একদিন ইসরায়েল-হামাসের যুদ্ধ শেষে গাজার দায়িত্ব নিতে পারে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখন পর্যন্তও গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ধারণা প্রত্যাখ্যান করে আসছেন। একইসঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানে ইইউর বৃহত্তর লক্ষ্যকে বারবার এড়িয়ে গেছেন।

সুইকা বলেছন, পরিচালনা পর্ষদের অনুমোদনে ৬২০ মিলিয়ন ইউরো ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক সহায়তা ও সংস্কারের জন্য, ৫৭৬ মিলিয়ন ইউরো পশ্চিম তীর ও গাজার ‘স্থিতিস্থাপকতা এবং পুনরুদ্ধারের’ জন্য এবং ৪০০ মিলিয়ন ইউরো ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ হিসাবে আসবে।

তিনি আরও বলেন, গত ১২ বছরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য গড়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তার পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন ইউরো। আমরা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষে একটি বিশ্বাসযোগ্য উপায়ে বিনিয়োগ করছি।