গাজায় চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন দেশটির নৌবাহিনীর শত শত কর্মকর্তারা।
এ বিষয়ে ফিলিস্তিনের শাহাব সংবাদ সংস্থা জানিয়েছে, ৪৫০ জন কর্মরত ও অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা একটি যৌথ আবেদনে স্বাক্ষর করেছেন, যেখানে যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবি জানানো হয়েছে।
কর্মকর্তারা আবেদনে জানিয়েছেন, গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধর ফলে দেশটির অনেক সেনা সদস্য সঠিক সময়ে ঘরে ফিরতে পারছে না। বরং তাদের জীবন আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে।
তারা আবেদন পত্রে অভিযোগ করেছেন, এই যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ পূরণে ব্যর্থ হয়েছে এবং এর মাধ্যমে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের হাতে আটক বন্দিদের মুক্তির সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে।
আবেদনে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেন এবং বন্দিদের মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।