ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ভারতে প্রকাশ্যে মুসলিম নারীকে হিজাব খুলে হেনস্তা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ১২:৪৯ পিএম
ভিডিও থেকে সংগৃহীত ছবি ছবি: টাইমস অব ইন্ডিয়া

ভারতের উত্তরপ্রদেশে প্রকাশ্যে জোর করে এক নারীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে সময় ওই নারীর সঙ্গে থাকা পুরুষকেও লাঞ্ছিত করা হয়। 

ভুক্তভোগী নারী-পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (১৪ এপ্রিল) এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, একজন পুরুষ জোর করে নারীর হিজাব খুলে ফেলছে। অন্যরা তাকে এবং তার সঙ্গে থাকা পুরুষকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মুজাফফরনগরের খালপাড় এলাকার একটি গলিতে এই ঘটনাটি ঘটে। ২০ বছর বয়সি নারী ফারহিন ও শচীন নামে এক ব্যক্তি ঋণের কিস্তি তুলতে যাচ্ছিলেন।

মায়ের নির্দেশে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন ফারহিন। পথে ৮-১০ জন পুরুষের একটি দল তাদের ঘিরে ধরে। এ সময় ফারহিন ও শচীনকে লাঞ্ছিত ও শারীরিকভাবে নির্যাতন করে। 

একজন পথচারী পুরো ঘটনাটি  মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতাকে ছত্রভঙ্গ করে এবং দুজনকে নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিনের অভিযোগ দায়েরের পর ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়।

মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার (সিও) রাজু কুমার সাও বলেন, গত ‌১২ এপ্রিল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার দিকে ভবন এলাকার একজন হিন্দু পুরুষ ও খালপাড়ের একজন মুসলিম নারী ঋণের কিস্তি আদায় করে সুজদু থেকে ফিরছিলেন। 

দরজি ওয়ালি গলিতে স্থানীয় কিছু লোক তাদের থামিয়ে মারধর করেন। ভুক্তভোগী নারী-পুরুষ উৎকর্ষ স্মল ফাইন্যান্স নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

তিনি আরও বলেন, ভিডিও থেকে জড়িত আরও লোকদের শনাক্ত করার চেষ্টা চলছে। তারপরই সবাইকে গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া