ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে, ইরানের কঠোর প্রতিক্রিয়া এড়াতে দ্রুত অগ্রসর হওয়া দরকার বলেও মনে করেন তিনি।
সোমবার (১৪ এপ্রিল) ওমানে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দেখা করার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্সের।
তিনি বলেন, ‘ইরান ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে বিলম্বিত করছে। আমার মনে হচ্ছে তারা (ইরান) আমাদের টোকা দিচ্ছে। ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকে মুক্তি দিতে হবে। কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’
তিনি আরও বলেন, ‘ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে নতুবা তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোকে সম্ভাব্য সামরিক হামলার মুখোমুখি হতে হবে।’
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই শনিবার বলেছে যে, তারা ওমানে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করেছে। আগামী শনিবার আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর সময় নির্ধারিত হয়েছে।
বৈঠকটি রোমে অনুষ্ঠিত হতে পারে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
উল্লেখ্য, পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে সর্বশেষ সরাসরি আলোচনা ছিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে।
ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেন।
এখনো ইরানের ওপর অনেক নিষেধাজ্ঞা চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :