রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনে ৩৫ জন নিহত হয়েছে। আর সেই হামলার একদিন পর যুদ্ধ শুরুর জন্য ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় সোমবার (১৪ এপ্রিল) হোয়াইট হাউসের ওভালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার জন্য পুতিনের সঙ্গে দোষ ভাগ করে নিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আপনার আকারের ২০ গুণ কারো বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর আশা করবেন যে কেউ আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে।’
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এই সংঘাতের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও দায়ী করেন তিনি।
রোববার (১৩ এপ্রিল) ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার এ বছরের সবচেয়ে ভয়াবহ হামলার বিষয়ে ব্যাপক ক্ষোভের পর ট্রাম্পের এমন মন্তব্য করলেন।
হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেছিলেন, এটি ‘ভয়ঙ্কর’ এবং তিনি আরও বলেছিলেন যে রাশিয়া ‘ভুল করেছে’, কিন্তু বিস্তারিত কিছু বলেননি তিনি।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনজনের কারণে লাখ লাখ মানুষ মারা গেছে। এক নম্বর পুতিন, দুই নম্বর বাইডেন এবং তিন নম্বর জেলেনস্কি।’
জেলেনস্কির যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে ট্রাম্প মন্তব্য করেন, ‘ইউক্রেনের নেতা সর্বদা ক্ষেপণাস্ত্র কেনার দিকে তাকিয়ে ছিলেন। যখন আপনি একটি যুদ্ধ শুরু করেন, আপনি জানতে পারেন যে আপনি জিততে পারেন কি না।’
উল্লেখ্য, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলেনস্কির সঙ্গে বারবার বাক-বিতণ্ডায় জড়িয়েছেন এবং এর আগে যুদ্ধ শুরু করার জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন।