ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করল হুতি বাহিনী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৬:১১ পিএম
ছবি : সংগৃহীত

গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী।

রোববার (১৩ এপ্রিল) এ হামলার সতর্কতায় তেলআবিবে সাইরেন বেজে ওঠে। এরপর বিপদ কেটে যায় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানায়, হুতির দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করলে মধ্যাঞ্চল, জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে।

গাজায় যুদ্ধবিরতির নির্ধারিত সময় শেষ না হতেই গত ১৮ মার্চ গাজায় অতর্কিত হামলা করে আইডিএফ। এর প্রতিবাদে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের হুতি বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনে আক্রমণ চালায় তেলআবিবের সামরিক বাহিনী। দখলদার এই বাহিনীকে কোণঠাসা করতেই রোববার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতি। এখন পর্যন্ত ২০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা করেছে হুতি যোদ্ধারা।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনি নারী ও শিশু।