ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ইতালির প্রতিরক্ষামন্ত্রী সমালোচনা করলেন ইসরায়েলের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৭:০৩ পিএম
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেটো

গাজার ওপর বর্বর হামলার ফলে ইসরায়েলিদের নিয়ে সমালোচনা করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেটো।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সমালোচনা করেন।

৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলিদের অভিযানে যুক্তরাষ্ট্রের মতো ইতালিও এর দৃঢ় সমর্থন জানিয়েছিল।

কিন্তু ফিলিস্তিনের সব হাসপাতাল হামলা, বেসামরিক নাগরিক ও প্যারামেডিকসহ নিহতদের ঘটনায় ইসরায়েলের সমালোচনা করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী ক্রোসেটো।

রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিটি ফিলিস্তিনি শিশু আমার কাছে ইউক্রেনীয় বা ইতালীয় শিশুর সমানই। ইউক্রেনীয় বা ইতালিয়ান হাসপাতালের মতো ফিলিস্তিনি হাসপাতালের মূল্য একই।

তিনি বলেন, ইসরায়েলের উচিত তাদের ভুল স্বীকার করা, সরি বলা।

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে ফের যুদ্ধ শুরু করায় তিনি এ বিষয়ে আফসোস প্রকাশ করেন।

তিনি আশঙ্কা করছেন, গাজা একটি পুকুর, যেখানে প্রতিদিন পাথর ছোড়া হচ্ছে। এই পাথরের সৃষ্টি করা ঢেউ দিন দিন বাড়ছে। এই সহিংসতা গাজার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।