ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, ফিলিপাইনেও কম্পন অনুভূত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১২:৫৮ পিএম
ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে বুধবার (১৬ এপ্রিল) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমে ইউরোপ-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৬.৪ হিসাবে জানালেও পরে তা সংশোধন করে ৫.৬ মাত্রা বলা হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল- 

# বাঘলান শহর থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে।  
# গভীরতা ছিল ১২১ কিলোমিটার (প্রায় ৭৫ মাইল)।  
# বাঘলান শহরের জনসংখ্যা প্রায় ১,০৮,০০০।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফিলিপাইনেও একই দিনে ভূমিকম্প

একই দিনে, বুধবার, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিনদানাওয়ের উপকূলে ৫.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পটি ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩০ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষণ:

হিন্দুকুশ এবং ফিলিপিন্স উভয় এলাকাই ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল একটি সক্রিয় ভূকম্পীয় অঞ্চল, যেখানে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ ঘটে। অপরদিকে, ফিলিপিন্স ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।

যদিও এই দুই ভূমিকম্পের মধ্যে সরাসরি কোনো সংযোগ নেই, তবে একই দিনে দুটি অঞ্চলে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প ঘটায় বৈশ্বিক ভূতাত্ত্বিক পরিস্থিতির প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।