যুক্তরাজ্যের কারপেন্ডার্স পার্কে ইসলাম ধর্মাবলম্বীদের একটি কবরস্থান ভাঙচুর করা হয়েছে। উগ্রবাদীরা হামলা চালিয়ে কবরস্থানটি ভাঙচুর করে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসলামবিদ্বেষের জেরেই ঘটানো হয়েছে এ ঘটনা। কবরস্থানে এমন তাণ্ডবের নিন্দা জানিয়েছে বিভিন্ন সংস্থা।
পুলিশের ভাষ্য, হামলায় কমপক্ষে ৮৫টি কবর ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির শিকার বেশিরভাগ কবরই শিশু-কিশোরদের। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের পাশাপাশি ইসলামবিদ্বেষও বাড়ছে ক্রমাগত। বিশেষত পশ্চিমা বিশ্বে নিরাপত্তাহীনতায় আছেন অসংখ্য মুসলমান।
আপনার মতামত লিখুন :