ভারত ও চীনের মধ্যকার সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বেইজিং। এর অংশ হিসেবে ভারতীয়দের জন্য ভিসা সহজ করছে দেশটি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত ৯৮ দিনে ভারতে অবস্থিত চীনা দূতাবাস ৮৫ হাজারের বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে চীন।
ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফিহং এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনা রাষ্ট্রদূত সু ফিহং সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘২০২৫ সালের ৯ এপ্রিল পর্যন্ত ভারতে চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো ভারতীয় নাগরিকদের জন্য ৮৫ হাজারের বেশি ভিসা ইস্যু করেছে।’
ভারতীয়দের চীনে স্বাগত জানিয়ে ও দেশটি ভ্রমণে উৎসাহ দিয়ে রাষ্ট্রদূত সি ফিহং বলেন, ‘আমরা আরও বেশি ভারতীয় বন্ধুদের চীন ভ্রমণের জন্য স্বাগত জানাই। আপনারা এসে একটি উন্মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত, আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ চীন অনুভব করুন।’
জানা গেছে, ভারতীয় ভ্রমণকারীদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে চীন। এখন থেকে ভারতীয় আবেদনকারীরা আগেভাগে নেওয়া কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি ভিসাকেন্দ্রে গিয়ে ভিসার আবেদন করতে পারবেন।
স্বল্প সময়ের জন্য চীন ভ্রমণকারীদের জন্য বায়োমেট্রিক ডেটা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।
ভারতীয়দের সুবিধার্থে চীনা ভিসার খরচও কমানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ভারতীয়দের জন্য চীন ভ্রমণ আরও সহজলভ্য করে তুলবে।
ভিসার অনুমোদন প্রক্রিয়াও আগের চেয়ে অনেক দ্রুত হয়েছে, যা ব্যবসা ও অবকাশ যাপনের জন্য চীন যেতে ইচ্ছুক উভয় প্রকার ভ্রমণকারীদের জন্যই সুবিধা বয়ে আনবে।
আপনার মতামত লিখুন :