বুধবার (১৬ এপ্রিল) ৭১ বছর বয়সি ফিলিপিনের বিখ্যাত অভিনেত্রী নোরা অনোর মারা গেছেন।
মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মৃত্যুর খবর জানান তার মেয়ে অভিনেত্রী লোটলট ডি লিওন।
অভিনেত্রী লোটলট জানান, আমার মা অতুলনীয় প্রতিভার অধিকারিণী ছিলেন, মাধুর্য ও নৈপুণ্যে প্রজন্মের স্মৃতিতে রয়ে গেছেন। যা কখনোই ম্লান হবে না।
অভিনেত্রী অনোর চলচ্চিত্রে অভিনয়ের পূর্বে গায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৬০ সালে গায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেন। পরে চলচ্চিত্রে অভিনয়ে জনপ্রিয়তা পান আকাশচুম্বী।
তিনি জীবনে অনেক পুরস্কার অর্জন করেছেন। সাত দশকের বেশি সময় অভিনয় জীবনে থাকলে ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ফ্লোর কনটেম্পলেশন স্টোরি’ তার জীবনে সবথেকে বেশি সুনাম কুড়ানো চলচ্চিত্র। ২০২২ সালে ফিলিপিনের শিল্পকলায় সর্বোচ্চ সম্মাননা ‘ন্যাশনাল আর্টিস্ট ফর ফিল্ম অ্যান্ড ব্রডকাস্ট আর্টস’ হিসেবে মনোনীত হন।