শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০২:২৬ পিএম

৬১-এ বিয়ের বাজিমাত!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০২:২৬ পিএম

৬১-এ বিয়ের বাজিমাত!

পশ্চিমবঙ্গ বিজেপির দিলীপ ঘোষ। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার মত করে বলা যায়- যা রটে, তা কিছুটা ঘটে। কিন্তু দিলীপ ঘোষের বিয়ের গল্পটা যেন যা ঘটছে, তা কারও কল্পনাতেও ছিল না!

হ্যাঁ, পশ্চিমবঙ্গ বিজেপির ‘মিস্টার স্ট্রেইট টক’, ৬১ বছরের চিরকুমার দিলীপ ঘোষ অবশেষে মন দিয়েছেন… এবং বিয়ের পিঁড়িতেও বসছেন!

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার সল্টলেকের নিউটাউনের বাড়িতে হচ্ছে এই আলোচিত বিয়ে। তবে ধুমধাম নয়, একেবারে ঘরোয়া আয়োজন। পাত্রী- বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। 

অর্থাৎ, রাজনীতি থেকে প্রেম, সবকিছুই ‍‍`ইন হাউস‍‍`!

শোনা যাচ্ছে, গত সেপ্টেম্বরে রিঙ্কু নিজেই প্রপোজ করেন দিলীপদাকে। দিলীপবাবু সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেননি। তিনি তিন মাস সময় নেন! রাজনীতির বাইরে সিদ্ধান্তেও একটু সময় তো লাগবেই!

তবে, শেষমেশ তিন মাস পর প্রেমে সম্মতি-আর এখন সরাসরি সাতপাকে বাঁধা!

বিয়ের হাওয়ায় মিষ্টি একটা ছোঁয়া যোগ করলেন দিলীপ ঘোষের মা। ছেলের সংসার গোছাতে ঝাড়গ্রাম থেকে আগেভাগেই চলে এসেছেন কলকাতায়। তিনি বলছেন না কিছু, কিন্তু চোখেমুখে খুশির ঝিলিক- ‘বউমার হাত ধরে ছেলের একটু ঘরকন্না হোক, এটাই তো চাওয়া ছিল!’

দিলীপ চুপ, রিঙ্কু খোলামেলা  

বিয়ের ব্যাপারে দিলীপ ঘোষ কিছুই বলেননি, কিন্তু হবু স্ত্রী রিঙ্কু বেশ খোলামেলা। বলেছেন, ‘দিলীপদা খুব ভালো বন্ধু, খুব ভালো মানুষ। ওর সঙ্গে সব কথা বলা যায়।’

৬১ বছর বয়সে চিরকুমারের তকমা সরিয়ে দিলীপ ঘোষ এখন নতুন জীবন শুরু করছেন। রাজনীতির ‘ফায়ারব্র্যান্ড’ এবার প্রেমের দিকেও বেশ সিরিয়াস, বোঝাই যাচ্ছে!  

আরবি/এসএস

Link copied!