মার্কিন-চীন শুল্কযুদ্ধে ক্ষতবিক্ষত এনভিডিয়া। এক সপ্তাহের মধ্যে বাজারমূল্যের সাত শতাংশ হারাল মার্কিন এই বহুজাতিক টেক জায়ান্ট। ১৪ হাজার ৮০০ কোটি ডলারের বেশি লোকসান হয়েছে চিপ নির্মাণকারী সংস্থাটির। আগামী দিনে এই অঙ্ক আরও বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে এনভিডিয়ার পরিচয় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ‘পোস্টার বয়’ হিসেবে। এতদিন চীনা বাজারে শক্তিশালী এআই চিপ রপ্তানি করছিল তারা। কিন্তু দুই দেশের মধ্যে বাণিজ্যিক লড়াই শুরু হতেই সেগুলোর উপর চেপেছে নিষেধাজ্ঞা।
মার্কিন টেক জায়ান্টটির শেয়ারের সূচক হু-হু করে কমেছে। এর নেপথ্যের কারণ সেখানকার অধিকাংশ ব্রোকারেজ হাউজ।
বিষফোড়ার মতো চীনের সঙ্গে শুল্কযুদ্ধ বেঁধে যাওয়ায় বহুজাতিক সংস্থাগুলোর লাইসেন্সের নিয়মে বড় বদল এনেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। শুধু তা-ই নয়, অনির্দিষ্টকালের জন্য ড্রাগনভূমিতে এইচ২০ প্রসেসর রপ্তানিও বন্ধ রেখেছে ট্রাম্প প্রশাসন।
সংশ্লিষ্ট প্রসেসরগুলো বিপুল সংখ্যায় চীনে পাঠানোর অর্ডার পেয়েছিল এনভিডিয়ার। এর ফলে মার্কিন টেক জায়ান্টটির বেড়েছে লোকসানের অঙ্ক।
এনভিডিয়ার পাশাপাশি চিপ নির্মাণকারী অন্যান্য সংস্থার শেয়ারেও বড় পতন দেখা গিয়েছে। তালিকায় রয়েছে অ্যাডভান্স মাইক্রো ডিভাইসেসের (এএমডি) নাম। এমআই৩০৮ নামের চিপ তৈরি করত এই সংস্থা। এদের ক্ষেত্রে সাত শতাংশ কমেছে স্টকের দর।
এছাড়া ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টরের শেয়ারের দাম ৪.১ শতাংশ হ্রাস পেয়েছে। ইউরোপের এএসএমএল, এশিয়ার স্যামসাং এবং এসকে হিনিক্সের স্টকে পতন লক্ষ করা গিয়েছে।
বিশেষজ্ঞদের দাবি, যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য নীতির নিষেধাজ্ঞার ফলে এনভিডিয়ার রাজস্ব ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫৫০ কোটি ডলার। এএমডির ক্ষেত্রে লোকসানের অঙ্ক আট হাজার লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা।
আপনার মতামত লিখুন :