সৌদি’র প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান গত বৃহস্পতিবার তেহরান সফরে গেছেন। সেখানে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে সাক্ষাত করেছেন এই প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি সৌদি বাদশাহর একটি চিঠি খামেনির কাছে পৌঁছে দেন।
শুক্রবার (১৮ এপ্রিল) আরব নিউজ এ বিষয়টি নিশ্চিত করেছে।
আরব নিইজ জানিয়েছে, গত বৃহস্পতিবার সাক্ষাতের সময় প্রিন্স খালিদ ইরানের নেতার কাছে বাদশাহ সালমানের একটি চিঠি পৌঁছে দিয়েছেন এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে প্রিন্স খালিদ এক্স-পোস্টে লিখেছেন, বৈঠকে সৌদি আরব ও ইরানের মধ্যে একটি সুন্দর সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনা করা হয়েছে।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী পরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান এবং ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরির সঙ্গে দেখা করেন।
দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পর এই সফর অনুষ্ঠিত হলো।
এর আগে গত সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তারা আঞ্চলিক উন্নয়ন এবং বাধা মোকাবিলার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :