কাশ্মীর হল পাকিস্তানের শিরা। পৃথিবীর কোনো শক্তিই কাশ্মীর-পাকিস্তানকে আলাদা করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।
গত বুধবার (১৭ এপ্রিল) প্রবাসী পাকিস্তানিদের আলোচনা সভায় ভাষণে এ তিনি দাবি করেন এসব কথা।
তিনি বলেন, ১৩ লক্ষ সেনায় সজ্জিত ভারতীয় বাহিনীকে ভয় পায় না পাকিস্তান। তাই জঙ্গি বা কোনো শক্তি পাক সেনা ভয় দেখাতে পারবে না।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলছে, এ আলোচনা সভায় ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানের সেনাপ্রধান। তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেন সবাইকে। দেশের সব প্রজন্মের কাছে ইতিহাস ছড়িয়ে দিতে বলেন।
তিনি বলেন, এমনকি ভারত ও পাকিস্তান যে আলাদা এবং স্বতন্ত্র–সে বিষয়ের দিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান সেনাপ্রধান।
তিনি মনে করেন, ভারতীয় ও পাকিস্তানিরা দুটি পৃথক জাতি।
ওই সম্মেলনে কাশ্মীর ও বেলুচিস্তান প্রসঙ্গও এসেছে জেনারেল মুনির বক্তৃতায়। এসেছে পাকিস্তানের বিদ্রোহী তেহরিক-ই-তালিবান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির সাম্প্রতিক হামলার প্রসঙ্গ।
আপনার মতামত লিখুন :