টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে মার্কিন-ভারত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে তাদের।
শুক্রবার (১৮ এপ্রিল) ধনকুবের মাস্কের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান নরেন্দ্র মোদী।
পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘ইলন মাস্কের সঙ্গে কথা বললাম। অনেকগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হলো। ওয়াশিংটন ডিসি-তে চলতি বছরের শুরুতে তার সঙ্গে হওয়া সাক্ষাতে যেসব প্রসঙ্গ উঠেছিল, সেগুলো নিয়েও আলোচনা করলাম। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারতে বিস্তর সুযোগ রয়েছে, সে কথাও জানিয়েছি তাকে। এই ক্ষেত্রে আমেরিকার সঙ্গে যৌথ ভাবে কাজ করার জন্য ভারত আগ্রহী।’
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কও জোরদারে উদ্যোগী হয়েছে মোদী সরকার। দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হলেও ট্রাম্পের শুল্কনীতির কোপ থেকে নিজ দেশকে বাঁচাতে পারেননি মোদী।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুল্কযুদ্ধে লড়ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের এই বাণিজ্যযুদ্ধে নয়াদিল্লিকে পাশে থাকার আবেদন করেছে বেইজিং। যদিও এই বিষয়ে মোদী সরকার কোনও মন্তব্য করেনি। সেই আবহেই এবার মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন মোদী।
তবে অনেকেই মনে করছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্কের সঙ্গে মোদী সখ্যতা বাড়ানোর চেষ্টা করছেন। যাতে শুল্কারোপের কোপ থেকে বাঁচা যায়। মূলত মাস্ককে দিয়ে ভারতের প্রতি ট্রাম্পের নজর ‘নরম’ করতে চাইছেন তিনি।
এর আগে, ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন নরেন্দ্র মোদী। মাস্কের সঙ্গে ছিলেন তার সঙ্গিনী শিভন জিলিস ও তিন শিশু সন্তান। আর মোদীর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন কূটনৈতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তা।
সেসময় ওই বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়লে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনরা। তারা লেখেন, ভারতের দাবি করা ‘বিশেষ দ্বি-পাক্ষিক বৈঠকে’ বাচ্চা-কাচ্চা নিয়ে ইলন মাস্ক, আর মোদী হাজির উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়ে!
আপনার মতামত লিখুন :