ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির সাক্ষাৎ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৩:৫০ পিএম
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি (বামে) ও ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ দ্বিতীয় দফা আলোচনার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৯ এপ্রিল) আরাকচি ও তাজানি বৈঠকে মিলিত হন। তারা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনাটি আজ রোমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

আরাকচি শনিবার রোমে পৌঁছান, যেখানে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করেন।

প্রথম দফার পরোক্ষ আলোচনা ১২ এপ্রিল ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হয়।