ইকুয়েডরে মোরগ লড়াইয়ের আসরে সশস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। হামলাকারীরা সেনার ছদ্মবেশ ধরে এসে আসরটিতে হানা দেয়।
শুক্রবার (১৮ এপ্রিল) পুলিশ জানায়, মানাবি প্রদেশের গ্রামীণ এলাকা লা ভ্যালেন্সিয়ার এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে মোরগ লড়াই দেখতে ওই ভেন্যুতে জড়ো হন বহু মানুষ, তাদের মধ্যেই হামলার ঘটনাটি ঘটে।
বার্তা সংস্থা মেরকোপ্রেস জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে লোস লোবস মাদক চক্রের সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে। তারা ঘটনাস্থলে এসে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ও বিশৃঙ্খলা দেখা দেয়।
মোরগ লড়াইয়ের আসর থেকে ২০ হাজার ডলার লুট করার পর তিনটি গাড়িযোগে পালিয়ে যায় তারা। পরে একটি গাড়ি অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে হামলার ঘটনাটি ঘটে। তিনটি মাইক্রোবাসে করে আসা মোট ১২ জন হামলাকারী এতে অংশ নেয়।
আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীরা হামলাকারীদের ফেলে যাওয়া সামরিক পোশাক উদ্ধার করেছে এবং একটি অগ্নিদগ্ধ গাড়ি জব্দ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, ২০২৩ সালে ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র নয় দিন আগে ৯ আগস্ট প্রেসিডেন্ট প্রার্থী ফের্নান্দো ভিয়াভিসেনসিওকে হত্যা করা হয়েছিল। লোস লোবস কার্টেল এ হত্যার দায় স্বীকার করেছিল।
আপনার মতামত লিখুন :