মধ্য আফ্রিকার দেশ চাদের হাই-সিকিউরিটির একটি কারাগার থেকে ১০০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। এ সময় কারাগার পরিদর্শনে করা তিন রাজ্যপাল নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে বন্দিরা বিদ্রোহ করে। উচ্চ-নিরাপত্তা সম্পন্ন কারাগারটি দেশটির মঙ্গো শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত।
গুয়েরা প্রদেশের সেক্রেটারি জেনারেল হাসান সোলেমানে আদম বলেছেন, প্রায় ১০০ জন বন্দি কারাগার ভেঙে পালিয়েছে। কারারক্ষী ও বন্দিদের মধ্যে গুলি বিনিময়ে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় মঙ্গো কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, বন্দুক চুরি করার জন্য একজন ম্যানেজারের অফিসে প্রবেশ করে বন্দিরা। গভর্নর আসার সাথে সাথেই কারারক্ষীদের সাথে গুলিবিনিময় শুরু হয়। গুলিতে তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।
মঙ্গো কর্মকর্তা তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং পালিয়ে যাওয়া বন্দিদের মোট সংখ্যা ১৩২ জন বলে জানিয়েছেন। তিনি বলেন, খাবারের অভাবের অভিযোগ করার পর বন্দিরা বিদ্রোহ করেছিল।
চাদের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী ইউসুফ টম টেলিফোনে এএফপি’কে জানান, তিনি বিমানযোগে দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন। এবং সেখানে পৌঁছানোর পর ‘সঠিক তথ্য’ দিতে পারবেন।