ইতালির রাজধানী রোমে অবস্থিত ওমানের দূতাবাসে দ্বিতীয় দফায় ইরান-মার্কিন পারমাণবিক আলোচনা শুরু হয়েছে। আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। কূটনৈতিক পর্যায়ের এ বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইসলামিক রিপাবলিক ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসেছে ওয়াশিংটন ও তেহেরান। ওমানে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর দ্বিতীয় দফায় আলোচনা শুরু হলো।
ইরনার খবর, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘আলোচনার সময়কাল প্রক্রিয়ার ওপর নির্ভর করে। আমাদের বিশ্বাস, ইরানি প্রতিনিধি দল সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে প্রবেশ করেছে। যতক্ষণ আলোচনা গঠনমূলক ও উদ্দেশ্যের দিকে এগোচ্ছে, ততক্ষণ তা অব্যাহত থাকবে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান সময় নষ্ট করার জন্য রোমে আসেনি। আমরা ইরানি জাতির ওপর আরোপিত অন্যায্য ও বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা সম্পূর্ণ সদিচ্ছা ও গুরুত্বের সঙ্গেই কাজ করছি। আমাদের অবস্থান স্পষ্ট।’
এর আগে, শনিবার সকালে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোমে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গত ১২ এপ্রিল ওমানের মাস্কাটে প্রথম দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।