ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ইরান-মার্কিন আলোচনা ‘গঠনমূলক’, গড়াল তৃতীয় দফায়

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:১৯ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি (বামে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ (বামে)। ছবি: সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও ‍যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ‘গঠনমূলক’ হয়েছে বলে বর্ণনা করেছে তেহরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। আগামী কয়েক দিনের মধ্যে তৃতীয় দফায় ইরান, ওমান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় ওমানের মধ্যস্থতায় পরোক্ষ এ আলোচনা শেষ হয়। আলোচনার এজেন্ডায় ছিল ইসলামী প্রজাতন্ত্রের বেসামরিক পারমাণবিক কর্মসূচি ও দেশটির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।

বার্তা সংস্থা মেহের নিউজ বলছে, রোমে ওমান দূতাবাসে পরোক্ষভাবে দ্বিতীয় দফার এ আলোচনার পরিবেশ ‘গঠনমূলক’ ছিল। তাই সম্ভবত আগামী দিনে ইরান, ওমান ও মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি প্রতিনিধি দল তৃতীয় দফায় আলোচনা করবে।

ইরনার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। উভয়পক্ষ আগামী সপ্তাহে তৃতীয় দফা আলোচনা করতে সম্মত হয়েছে বলে জানা গেছে। ইরানি প্রতিনিধি দল ওমানি দূতাবাস ত্যাগ করেছে। এবারও আরাগচি ও উইটকফ সরাসরি কথা বলেছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।