রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:৩৯ পিএম

ইসরায়েলি অভিনেত্রী, লেবাননে নিষিদ্ধ সিনেমা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:৩৯ পিএম

ইসরায়েলি অভিনেত্রী,  লেবাননে নিষিদ্ধ সিনেমা

ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদত একজন

গ্যাল গ্যাদত একজন ইসরায়েলি অভিনেত্রী। ডিজনির নতুন চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’-এ অভিনয় করেছেন এই অভিনেত্রী। আর এ কারণে লেবানন নিষিদ্ধ করেছে সিনেমাটিকে।

লেবাননের সংবাদপত্র আন-নাহার ও মার্কিন বিনোদনমাধ্যম ডেডলাইন-এর প্রতিবেদনে এক তথ্যে বলা হয়েছে যে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার সরাসরি সিনেমাটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন।

ওই প্রতিবেদন অনুযায়ী, ধারণা করা হচ্ছে, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা এবং রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিডল ইস্টকে ইতালিয়ান ফিল্মস জানায়, আগে থেকেই গ্যাল গ্যাদত লেবাননের ‘ইসরায়েলি হিসেবে বয়কট তালিকা’তে অন্তর্ভুক্ত। এর ফলে তার অভিনীত কোনো সিনেমাই দেশটিতে মুক্তি পায়নি।

তবে শুধু গ্যাল গ্যাদতের কারণে নয়, আরও নানা বিতর্ক ঘিরে ছিল এই সিনেমা। গ্রিম ভাইদের রূপকথা ‘স্নো হোয়াইট’-এ বলা ছিল চরিত্রটি হবে ‘বরফের মতো সাদা’। তাই বহু ভক্ত প্রত্যাশা করেছিলেন, পর্দায় সেই বর্ণনার প্রতিফলন থাকবে।

কিন্তু প্রায় চার বছর আগে যখন ডিজনি ঘোষণা দেয় যে রেচেল জেগলার হবেন নতুন ‘স্নো হোয়াইট’, তখন থেকেই শুরু হয় সমালোচনা। সিনেমা মুক্তির আগে সেই বিতর্ক আরও তীব্র হয়, যার জেরে ডিজনি বাধ্য হয় ছবির প্রিমিয়ার সীমিত রাখতে।

প্রসঙ্গত, ১৯০২ সালে ‘স্নো হোয়াইট’ নিয়ে প্রথম নির্বাক চলচ্চিত্র নির্মিত হয়। এরপর তা এসেছে নির্বাক, সবাক ও অ্যানিমেশন সংস্করণে। আর এবার ডিজনি নতুন করে সেই রূপকথাকে ফিরিয়ে এনেছে বড় পর্দায়।

স্নো হোয়াইটের লাইভ-অ্যাকশন রিমেকে ইভিল কুইন চরিত্রে অভিনয় করা গ্যাডট ইসরায়েলে জন্মগ্রহণ করেছিলেন ২০০০ সালে।  

জানা যায়, ৭ অক্টোবরের হামলার পর এই অভিনেত্রী তার দেশের পক্ষে স্পষ্টবাদী সমর্থক ছিলেন।

Link copied!