ইউক্রেন সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী ন্যাটোভুক্ত হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত কিথ কেলগে। তার মতে, জোটে কিয়েভের যোগদানের বিষয়টি আলোচনার অধীনে নেই।
শনিবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
কেলগ ফক্স নিউজকে বলেছেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলেছি: ন্যাটো আলোচনার বাইরে। তারা এর অংশ হতে যাচ্ছে না। এটি নতুন কিছু নয়। ২০০৮ সাল থেকে এ বিষয়ে কথা বলছি, যখন রাষ্ট্রদূত বার্নস কনডোলিজা রাইস বলেছিলেন।’
এর আগে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভ্লাদিমির জেলেনস্কির ন্যাটোতে ইউক্রেনের যোগদানের ইচ্ছা থাকা সত্ত্বেও এটি কখনই ঘটবে না। তিনি আরও পরামর্শ দিয়েছিলেন কিয়েভের জোটে যোগদানের উচ্চাকাঙ্ক্ষার কারণে ইউক্রেনীয় সংঘাতের সূত্রপাত হতে পারে।
ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছিল, ওয়াশিংটন প্যারিসে তার মিত্রদের ইউক্রেনীয় নিষ্পত্তির জন্য প্রস্তাব উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে কিয়েভের ন্যাটো সদস্যপদ নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা।
উপরন্তু, মার্কিন খসড়ায় বলা হয়েছে, রাশিয়া কর্তৃক মুক্ত সমস্ত অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে। এই প্রস্তাবগুলোর উপর আলোচনা আগামী সপ্তাহে লন্ডনে চলবে বলে জানা গেছে।