ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

গাজায় হামলা অব্যাহত রাখার নির্দেশ নেতানিয়াহুর, নিহত ৫২

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৮:৩৬ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসনে আরও অন্তত ৫২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় মোট মৃতের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭। আহত হয়েছেন আরও ২১৯ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।  

শনিবার (১৯ এপ্রিল) দিনভর ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে বোমা বর্ষণ অব্যাহত রাখে। আলজাজিরা ও আনাদোলুর পৃথক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এদিকে গাজায় হামলা আরও জোরদার করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।  

এই হামলার প্রতিক্রিয়ায় হামাস ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং বন্দিমুক্তির বিনিময়ে একটি স্থায়ী শান্তি চুক্তির দাবি জানিয়েছে। তবে নেতানিয়াহু তার প্রতিক্রিয়ায় গাজায় অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।  

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা একজন ইসরায়েলি-আমেরিকান বন্দি প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছে। তবে সেই বন্দির ভাগ্যে কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়।  

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৭৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ৪,৭০০ জন।  

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ অধিবাসী বাস্তুচ্যুত হয়েছেন। ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে।  

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখিও রয়েছে।