সৌদি আরবে এক সপ্তাহে অভিবাসন আইন ও শ্রমনীতি লঙ্ঘনের দায়ে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শনিবার (১৯ এপ্রিল), সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এদের মধ্যে অধিকাংশকেই আটক করা হয়েছে আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে।
কারা কোথায় কী অপরাধে গ্রেপ্তার?
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২,৩৭২ জন আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪,৭৫০ জন সীমান্ত অবৈধভাবে পেরোনোর কারণে, ৩,৫৬৬ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া ১,২৬৪ জন ব্যক্তি সৌদিতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৯৩ জন এবং পরিবহন আইন ভাঙার অভিযোগে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকার জানাল কঠোর সাজা
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, যারা অবৈধ অভিবাসীদের প্রবেশে সাহায্য করবে, আশ্রয় দেবে কিংবা পরিবহন করবে- তাদের বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সন্দেহভাজনদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১, এবং অন্যান্য এলাকায় ৯৯৯ বা ৯৯৬ নম্বরে অভিযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে দীর্ঘদিন ধরেই অভিবাসন আইন কঠোরভাবে কার্যকর হচ্ছে। বিশেষ করে ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি অভ্যন্তরীণ শ্রমবাজারে নিয়ন্ত্রণ বাড়ানোর পাশাপাশি অবৈধ শ্রমিক ও অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এই ধরনের অভিযানে প্রবাসীদের নিয়মিত বৈধতা যাচাই করা হয় এবং কাগজপত্র না থাকলে অবিলম্বে গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।
এই প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদেরও বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন দূতাবাস এবং প্রবাসী কল্যাণ সংগঠন।
আপনার মতামত লিখুন :