রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১০:২৩ এএম

‘যিশুর মতোই কষ্ট পাচ্ছেন ফিলিস্তিনিরা’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১০:২৩ এএম

‘যিশুর মতোই কষ্ট পাচ্ছেন ফিলিস্তিনিরা’

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ছবি: সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের সঙ্গে যিশু খ্রিষ্টের প্যাশনের (যন্ত্রণা ও মৃত্যুর সময়ের কষ্ট) তুলনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। খ্রিষ্টানদের অন্যতম পবিত্র সময় ‘হোলি উইক’-এ তিনি এই মন্তব্য করেন এবং গাজায় ইসরায়েলি হামলাকে ‘রক্তাক্ত গণহত্যা’ বলে আখ্যায়িত করেন।

এই প্রসঙ্গে তীব্র নিন্দা জানিয়ে পেত্রো বলেন, ‘যিশুর প্যাশন ও মৃত্যুর এই সময়ে, আসুন আমরা ফিলিস্তিনিদের কথা স্মরণ করি- যে দেশ থেকে যিনি এসেছিলেন, তারা আজ এক রক্তাক্ত গণহত্যার শিকার।’

শনিবার (১৯ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, কলম্বিয়ার এই বামপন্থি নেতা শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বক্তব্য দেন। তিনি একজন নির্যাতিত ফিলিস্তিনি চিকিৎসক ড. হোসাম আবু সাফিয়ার প্রসঙ্গে একটি পোস্টে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেন।

ফিলিস্তিনি চিকিৎসকের ওপর নির্যাতনের প্রসঙ্গ

ড. হোসাম আবু সাফিয়া গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ছিলেন। চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে এবং পরে ভয়াবহ নির্যাতনের অভিযোগ ওঠে। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

পেত্রো তার পোস্টে এই চিকিৎসকের উদাহরণ টেনে গাজার অবস্থা তুলে ধরেন এবং বলেন, ‘একটি জাতিকে এভাবে নিঃশেষ করার চেষ্টাই গণহত্যা।’

দীর্ঘমেয়াদি সমর্থন ও প্রতীকী বার্তা

প্রেসিডেন্ট পেত্রো ইতিপূর্বেও গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে ‘যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছেন এবং ফিলিস্তিনিদের পক্ষে বারবার অবস্থান নিয়েছেন। হোলি উইকের মতো খ্রিষ্টানদের কাছে আবেগঘন একটি সময়ের সঙ্গে গাজায় চলমান দমন-পীড়নের তুলনা করায় তার বক্তব্য বিশ্বব্যাপী প্রতীকী ও নৈতিক গুরুত্ব পাচ্ছে।

ইসরায়েলের প্রতিক্রিয়া

ইসরায়েল বরাবরের মতোই গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, কেবল হামাস সন্ত্রাসীদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে এবং সাধারণ নাগরিক বা চিকিৎসা কর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা হয়নি।

তবে বাস্তবতা হলো, গত ১৮ মাসের আগ্রাসনে গাজায় ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উপত্যকাটির ৮৫ শতাংশের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একে একটি ‘মানবিক বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছে।

আরবি/এসএস

Link copied!