পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে দুটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ৭০ সেনাকে হত্যার দাবি করেছে জামাত নাসর আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।
শনিবার (১৯ এপ্রিল) জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স এজেন্সি এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জেএনআইএম মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সহযোগী সংগঠন, এরা পশ্চিম আফ্রিকা অঞ্চলে বেশ সক্রিয়।
বেনিন এবং এর উপকূলীয় প্রতিবেশী টোগো সাম্প্রতিক বছরগুলোতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সংযুক্ত একাধিক জঙ্গি গোষ্ঠীর একের পর এক হামলার শিকার হয়েছে।
সালাফি এ জঙ্গিগোষ্ঠীগুলো যে সাহেল অঞ্চলের বাইরেও বেশ তৎপর এসব হামলায় তারই প্রমাণ মিলছে।
বেনিনে সর্বশেষ হামলা নিয়ে জেএনআইএমের দাবির সত্যতা রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।
আপনার মতামত লিখুন :