সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৪৮ পিএম

পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ ৩ নভোচারী

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৪৮ পিএম

পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ ৩ নভোচারী

২০২৫ সালের ২০ এপ্রিল কাজাখস্তানের জেজকাজগানের কাছে অবরতরণ করেন তিন নভোচারী। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সাত মাসের অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। তারা হলেন, মার্কিন নভোচারী ডোনাল্ড পেটিট, রুশ নভোচারী অ্যালেক্সি ওভচিনিন ও ইভান ওয়াগনার।

রোববার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে রুশ সয়ুজ এমএস-২৬ মহাকাশযানটি কাজাখস্তানের জেজকাজগান শহরের দক্ষিণ-পূর্বে অবতরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা ও রাশিয়ার রসকসমস মহাকাশ সংস্থা অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে।

এক্স হ্যান্ডেলে নাসা জানিয়েছে, তাদের প্যারাসুট-সহায়তায় পৃথিবীতে ফিরে আসার সময় মার্কিন মহাকাশচারী পেটিটের ৭০তম জন্মদিনের সঙ্গে মিলে গেছে। ক্রুদের কারাগান্ডা শহরের একটি পুনর্বাসন কেন্দ্র রাখা হয়েছে এবং পেটিট সুস্থ আছেন।

গত বছরের ১১ সেপ্টেম্বর নভোচারীরা কক্ষপথে থাকা আইএসএস গবেষণাগারে পৌঁছান। তারা মহাকাশে ২২০ দিন অতিবাহিত করেছেন। এ সময় ৩ হাজার ৫২০ বার পৃথিবী প্রদক্ষিণ করেন এবং ৯৩.৩ মিলিয়ন মাইল (১৫০.১৫ মিলিয়ন কিলোমিটার) পাড়ি দেন বলে এক বিবৃতিতে নাসা জানিয়েছে।

পেটিট ‘কক্ষপথে ধাতু থ্রি-ডি প্রিন্টিং ক্ষমতা’ ও ‘পানি স্যানিটাইজেশন প্রযুক্তি’ নিয়ে গবেষণা করার পাশাপাশি মহাকাশে উদ্ভিদের বৃদ্ধি এবং আগুনের আচরণ সম্পর্কে অনুসন্ধান করেছেন। এ নিয়ে চতুর্থবার মহাকাশে যান পেটিট। তার ক্যারিয়ারে কক্ষপথে মোট ৫৯০ দিন কাটিয়েছেন। রুশ নভোচারী ওভচিনিন চারটি ফ্লাইটে ৫৯৫ দিন মহাকাশে কাটিয়েছেন, আর ওয়াগনার দুটি ফ্লাইটে মোট ৪১৬ দিন কাটিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মহাকাশ অনুসন্ধান মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সহযোগিতার একটি বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে। চলতি মাসের শুরুতে আইএসএসে বৈজ্ঞানিক গবেষণার জন্য আরেকটি মহাকাশযান সয়ুজ এমএস-২৭-এ নাসার নভোচারী জোনাথন কিম, তার রুশ ক্রুমেট সের্গেই রিঝিকভ এবং আলেক্সি জুব্রিটস্কিকে নিয়ে পৃথিবী ছাড়ে।

তবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ রসকসমসের সঙ্গে অন্যান্য অংশীদারত্ব বন্ধ করে দিয়েছে।

Link copied!